Chokh Songtext
von Parvez
Chokh Songtext
হায় চোখ
স্বপ্ন মুছে দিলে আঁখিজলে
হায় চোখ
স্বপ্ন মুছে দিলে আঁখিজলে
তবু ফিরে ফিরে কেন স্বপ্ন সাজাও
বেদনার বিষাদ-কাজলে।।
হায় চোখ
স্বপ্ন মুছে দিলে আঁখিজলে
ছেঁড়া ছেঁড়া স্মৃতি
ও চোখের জলরঙে আঁকা
সুখের জ্যামিতি
দৃষ্টির বৃত্তে বাঁকা।। ছেঁড়া ছেঁড়া স্মৃতি
ও চোখের জলরঙে আঁকা
সুখের জ্যামিতি
দৃষ্টির বৃত্তে বাঁকা।।
তবু ফিরে ফিরে কেন স্বপ্ন সাজাও
বেদনার বিষাদ-কাজলে।
হায় চোখ
স্বপ্ন মুছে দিলে আঁখিজলে
সুরদাস আমি
দৃষ্টির বৃত্তে বাঁকা।।
আপন চোখের শিকার
আসে যায় তাতে বল কার...।।
কাঁদি দিবস-যামী
কাঁদি দিবস-যামী
স্বপ্ন মুছে দিলে আঁখিজলে
হায় চোখ
স্বপ্ন মুছে দিলে আঁখিজলে
তবু ফিরে ফিরে কেন স্বপ্ন সাজাও
বেদনার বিষাদ-কাজলে।।
হায় চোখ
স্বপ্ন মুছে দিলে আঁখিজলে
ছেঁড়া ছেঁড়া স্মৃতি
ও চোখের জলরঙে আঁকা
সুখের জ্যামিতি
দৃষ্টির বৃত্তে বাঁকা।। ছেঁড়া ছেঁড়া স্মৃতি
ও চোখের জলরঙে আঁকা
সুখের জ্যামিতি
দৃষ্টির বৃত্তে বাঁকা।।
তবু ফিরে ফিরে কেন স্বপ্ন সাজাও
বেদনার বিষাদ-কাজলে।
হায় চোখ
স্বপ্ন মুছে দিলে আঁখিজলে
সুরদাস আমি
দৃষ্টির বৃত্তে বাঁকা।।
আপন চোখের শিকার
আসে যায় তাতে বল কার...।।
কাঁদি দিবস-যামী
কাঁদি দিবস-যামী
Writer(s): Hridoy Khan, Goonjohn Rahman Lyrics powered by www.musixmatch.com