Dharanir Pathe Pathe Songtext
von Lata Mangeshkar
Dharanir Pathe Pathe Songtext
ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাবো
এই কামনা, আর কিছু না
আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো
সেই ঠিকানায়, আর কিছু না
ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাবো
এই কামনা, আর কিছু না
আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো
সেই ঠিকানায়, আর কিছু না
কত গান, কত আশা
কত ছিল ভালবাসা, মগ্ন স্বপন
এ পথেরই দুই ধারে
বীজেরই মতন তারে করেছি বপন
কত গান, কত আশা
কত ছিল ভালবাসা, মগ্ন স্বপন
এ পথেরই দুই ধারে
বীজেরই মতন তারে করেছি বপন
পথিক যখন যাবে তরু-শাখা-পল্লবে
কিছু ছায়া হয়ে রবে, মোর বাসনা
ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাবো
এই কামনা, আর কিছু না
আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো
সেই ঠিকানায়, আর কিছু না
জনম জনম ধরে
পতাকার মত করে নিয়ে ইতিহাস
যেতে যেতে ক্রমে ক্রমে
কখনও গিয়েছে থেমে, ভেঙ্গে গেছে শ্বাস
জনম জনম ধরে
পতাকার মত করে নিয়ে ইতিহাস
যেতে যেতে ক্রমে ক্রমে
কখনও গিয়েছে থেমে, ভেঙ্গে গেছে শ্বাস
তুমি যদি কাল আসো
নতুনেরে ভালোবাসো
আঁধারেতে জ্বেলে নিও, মোর সাধনা
ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাবো
এই কামনা, আর কিছু না
আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো
সেই ঠিকানায়, আর কিছু না
ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাবো
এই কামনা, আর কিছু না
এই কামনা, আর কিছু না
আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো
সেই ঠিকানায়, আর কিছু না
ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাবো
এই কামনা, আর কিছু না
আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো
সেই ঠিকানায়, আর কিছু না
কত গান, কত আশা
কত ছিল ভালবাসা, মগ্ন স্বপন
এ পথেরই দুই ধারে
বীজেরই মতন তারে করেছি বপন
কত গান, কত আশা
কত ছিল ভালবাসা, মগ্ন স্বপন
এ পথেরই দুই ধারে
বীজেরই মতন তারে করেছি বপন
পথিক যখন যাবে তরু-শাখা-পল্লবে
কিছু ছায়া হয়ে রবে, মোর বাসনা
ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাবো
এই কামনা, আর কিছু না
আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো
সেই ঠিকানায়, আর কিছু না
জনম জনম ধরে
পতাকার মত করে নিয়ে ইতিহাস
যেতে যেতে ক্রমে ক্রমে
কখনও গিয়েছে থেমে, ভেঙ্গে গেছে শ্বাস
জনম জনম ধরে
পতাকার মত করে নিয়ে ইতিহাস
যেতে যেতে ক্রমে ক্রমে
কখনও গিয়েছে থেমে, ভেঙ্গে গেছে শ্বাস
তুমি যদি কাল আসো
নতুনেরে ভালোবাসো
আঁধারেতে জ্বেলে নিও, মোর সাধনা
ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাবো
এই কামনা, আর কিছু না
আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো
সেই ঠিকানায়, আর কিছু না
ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাবো
এই কামনা, আর কিছু না
Writer(s): Salil Choudhury Lyrics powered by www.musixmatch.com