Chinno Patar Sajai Taroni Songtext
von Indrani Sen
Chinno Patar Sajai Taroni Songtext
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা
আনমনা যেন দিকবালিকার
আনমনা যেন দিকবালিকার
ভাসানো মেঘের ভেলা
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা
যেমন হেলায় অলস ছন্দে
কোন খেয়ালির কোন আনন্দে
যেমন হেলায় অলস ছন্দে
কোন খেয়ালির কোন আনন্দে
সকালে ধরানো আমের মুকুল
ঝরানো বিকালবেলা
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা
যে বাতাস নেয় ফুলের গন্ধ
ভুলে যায় দিন শেষে
তার হাতে দিই আমার ছন্দ
কোথা যায় কে জানে সে
যে বাতাস নেয় ফুলের গন্ধ
ভুলে যায় দিন শেষে
তার হাতে দিই আমার ছন্দ
কোথা যায় কে জানে সে
লক্ষ্যবিহীন স্রোতের ধারায়
জেনো জেনো মোর সকলই হারায়
জেনো জেনো
লক্ষ্যবিহীন স্রোতের ধারায়
জেনো জেনো মোর সকলই হারায়
জেনো জেনো
চিরদিন আমি পথের নেশায়
পাথেয় করেছি হেলা
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা
একা একা করি খেলা
আনমনা যেন দিকবালিকার
আনমনা যেন দিকবালিকার
ভাসানো মেঘের ভেলা
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা
যেমন হেলায় অলস ছন্দে
কোন খেয়ালির কোন আনন্দে
যেমন হেলায় অলস ছন্দে
কোন খেয়ালির কোন আনন্দে
সকালে ধরানো আমের মুকুল
ঝরানো বিকালবেলা
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা
যে বাতাস নেয় ফুলের গন্ধ
ভুলে যায় দিন শেষে
তার হাতে দিই আমার ছন্দ
কোথা যায় কে জানে সে
যে বাতাস নেয় ফুলের গন্ধ
ভুলে যায় দিন শেষে
তার হাতে দিই আমার ছন্দ
কোথা যায় কে জানে সে
লক্ষ্যবিহীন স্রোতের ধারায়
জেনো জেনো মোর সকলই হারায়
জেনো জেনো
লক্ষ্যবিহীন স্রোতের ধারায়
জেনো জেনো মোর সকলই হারায়
জেনো জেনো
চিরদিন আমি পথের নেশায়
পাথেয় করেছি হেলা
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা
Writer(s): Rabindra Nath Tagore Lyrics powered by www.musixmatch.com