Songtexte.com Drucklogo

Kano Chokher Jwale Bhijiye Dile Na Songtext
von Hemanta Mukherjee

Kano Chokher Jwale Bhijiye Dile Na Songtext

কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না
শুকনো ধুলো যত

কে জানিত আসবে তুমি গো
অনাহূতের মতো

কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না
শুকনো ধুলো যত

পার হয়ে এসেছ মরু
নাই যে সেথায় ছায়াতরু

পথের দুঃখ দিলেম তোমায় গো
এমন ভাগ্যহত

কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না
শুকনো ধুলো যত


আলস্যেতে বসে ছিলেম আমি
আপন ঘরের ছায়ে
জানি নাই যে তোমায় কত ব্যথা
বাজবে পায়ে পায়ে

আলস্যেতে বসে ছিলেম আমি
আপন ঘরের ছায়ে
জানি নাই যে তোমায় কত ব্যথা
বাজবে পায়ে পায়ে

ওই বেদনা আমার বুকে
বেজেছিলো গোপন দুখে
ওই বেদনা আমার বুকে
বেজেছিলো গোপন দুখে

দাগ দিয়েছে মর্মে আমার গো
গভীর হৃদয়-ক্ষত

কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না
শুকনো ধুলো যত

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Kano Chokher Jwale Bhijiye Dile Na« gefällt bisher niemandem.