Vriste og vrikke Songtext
von Gnags
Vriste og vrikke Songtext
একদিন বৃষ্টিতে বিকেলে
থাকবেনা সাথে কোন ছাতা,
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়
ভিজে যাবে ছটি-জামা-মাথা,
থাকবেনা রাস্তায় গাড়ি-ঘোড়া
দোকান-পাট সব বন্ধ
শুধু তোমার আমার হৃদয়ে
ভিজে মাটির সোঁদা গন্ধ ।
একদিন বৃষ্টিতে বিকেলে
মনে পড়ে যাবে সব কথা
কথা দিয়ে কথাটা না রাখা
ফেলে আসা চেনা চেনা ব্যাথা
অদূরে কোথাও কোন রেডিওতে
′এই পথ যদি না শেষ হয়'
আর বৃষ্টির রং হয়ে যাবে নীল
আর আকাশের রংটা ছাই ।
একদিন .বৃষ্টিতে...
একদিন ...বৃষ্টিতে বিকেলে।
ভাঙ্গা দেয়ালের গায়ে
সাতপাকে বাঁধা কবে কার নুনশোতে কোথাও
আর বৃষ্টির ছাটে যাবেন দেখা
দু′জনের চোখের জল
ঝমঝম ঝমঝম ছোখের জল।
একদিন বৃষ্টিতে বিকেলে
আমরা ধরা পড়ে যাব দেখ ঠিক
ধুয়ে যাবে যত আছে অভিমান
ধুয়ে যাবে সিঁদুরের টিপ,
আর ছটিটাও ছিড়ে যাবে তক্ষনি
তাই পালানো যাবেনা যে কোথাও
রাস্তা যেমন তেমনই
শুধু লোকজন সব উধাও ।
একদিন বৃষ্টিতে বিকেলে
থাকবেনা সাথে কোন ছাতা,
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়
ভিজে যাবে ছটি-জামা-মাথা,
থাকবেনা রাস্তায় গাড়ি-ঘোড়া
দোকান-পাট সব বন্ধ
শুধু তোমার আমার হৃদয়ে
ভিজে মাটির সোঁদা গন্ধ ।
একদিন .বৃষ্টিতে...
একদিন ...বৃষ্টিতে বিকেলে।
থাকবেনা সাথে কোন ছাতা,
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়
ভিজে যাবে ছটি-জামা-মাথা,
থাকবেনা রাস্তায় গাড়ি-ঘোড়া
দোকান-পাট সব বন্ধ
শুধু তোমার আমার হৃদয়ে
ভিজে মাটির সোঁদা গন্ধ ।
একদিন বৃষ্টিতে বিকেলে
মনে পড়ে যাবে সব কথা
কথা দিয়ে কথাটা না রাখা
ফেলে আসা চেনা চেনা ব্যাথা
অদূরে কোথাও কোন রেডিওতে
′এই পথ যদি না শেষ হয়'
আর বৃষ্টির রং হয়ে যাবে নীল
আর আকাশের রংটা ছাই ।
একদিন .বৃষ্টিতে...
একদিন ...বৃষ্টিতে বিকেলে।
ভাঙ্গা দেয়ালের গায়ে
সাতপাকে বাঁধা কবে কার নুনশোতে কোথাও
আর বৃষ্টির ছাটে যাবেন দেখা
দু′জনের চোখের জল
ঝমঝম ঝমঝম ছোখের জল।
একদিন বৃষ্টিতে বিকেলে
আমরা ধরা পড়ে যাব দেখ ঠিক
ধুয়ে যাবে যত আছে অভিমান
ধুয়ে যাবে সিঁদুরের টিপ,
আর ছটিটাও ছিড়ে যাবে তক্ষনি
তাই পালানো যাবেনা যে কোথাও
রাস্তা যেমন তেমনই
শুধু লোকজন সব উধাও ।
একদিন বৃষ্টিতে বিকেলে
থাকবেনা সাথে কোন ছাতা,
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়
ভিজে যাবে ছটি-জামা-মাথা,
থাকবেনা রাস্তায় গাড়ি-ঘোড়া
দোকান-পাট সব বন্ধ
শুধু তোমার আমার হৃদয়ে
ভিজে মাটির সোঁদা গন্ধ ।
একদিন .বৃষ্টিতে...
একদিন ...বৃষ্টিতে বিকেলে।
Writer(s): Peter A.g. Nielsen Lyrics powered by www.musixmatch.com